Tuesday, August 26, 2025

একজন যাচ্ছেন ইন্ডিয়ার (I.N.D.I.A) বৈঠকে, অন্যজন এনডিএ- র (NDA )সঙ্গে বৈঠক করবেন বলে খবর। দেশে কে সরকার গড়বে সেই নিয়ে যখন টানাপোড়েন শুরু হয়েছে, ঠিক তখন একই দিনে একই বিমানে দেশের দুই গুরুত্বপূর্ণ নেতা তেজস্বী যাদব এবং নীতিশ কুমার (Tejashwi Yadav & Nitish Kumar) পাড়ি দিলেন দিল্লির পথে। ফ্লাইটে নীতিশ বসেছেন সামনের উইন্ডো সিটে আর তার ঠিক পেছনের সিটে রয়েছেন তেজস্বী, সমাজ মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই জোটের সমীকরণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, জোরালো হচ্ছে জল্পনা।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল (Loksabha Election Result) সামনে আসতেই দেখা গেছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে থেমে যেতে হয়েছে বিজেপিকে (BJP)। দেশে মোদি ম্যাজিক ভ্যানিশ,এখন জোট সঙ্গীদের উপর ‘নির্ভরশীল’ বিজেপি। রাজনৈতিক মহল বলছে ‘N’ ফ্যাক্টর সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ মোদির নেতৃত্বাধীন বিজেপি এবং বিরোধী জোট ইন্ডিয়া দুজনেই তাকিয়ে থাকছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দিকে। একদা ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত থাকা নীতীশ কুমার ভোটের আগে শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। কিন্তু ভোটপর্ব শেষে ফলাফল প্রকাশ্যে আসার পর ইন্ডিয়ার বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতীশ কুমারের। তার উপর আবার আরজেডির (RJD) শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করতে দেখা গেল বিহারের মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে অংক কষতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল।

জোটের দৌলতে ২৯৪ আসনে এবার সরকার তৈরি করার চেষ্টায় মোদি -শাহরা। এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি পেয়েছে শাসক জোট। নির্বাচনের ফলাফল অনুসারে জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, টিডিপির আসন সংখ্যা ১৬। অর্থাৎ এই দুই দলের যৌথ আসন ২৮। এহেন পরিস্থিতিতে নীতিশ এবং চন্দ্রবাবুর অবস্থান যে দেশের রাজনীতিতে বড় চমক দিতে পারে তা বলাই বাহুল্য। বিহারের পাটনা থেকে বুধবার সকাল ১০.৪০ মিনিটের বিমানে দিল্লি গেলেন তেজস্বী-নীতীশ। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি। সকাল থেকে চড়ছে রাজনীতির পারদ। কোন পথে এগোচ্ছে ভারতের রাজনীতি তা জানতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ।

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version