বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারলেন জওয়ান! হতবাক হবু সাংসদ 

বিজেপির সাংসদ হিসেবে ইনিংস শুরু করার আগেই ভারতীয় জওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই মাণ্ডির হবু সাংসদকে সপাটে ‘চড়’ মারলেন এক মহিলা জওয়ান! কিন্তু কেন? সূত্রের খবর একুশ সালে দিল্লির রাজপথে মাসখানেক ধরে চলা পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন বলি অভিনেত্রী। তার জেরেই তিন বছর পর থাপ্পড় খেলেন বিজেপি নেত্রী।

কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। নরেন্দ্র মোদি -অমিত শাহকে তুষ্ট করতে কৃষক আন্দোলন নিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ও বলতে ছাড়েননি তিনি। শুধু তাই নয়, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন মোদি তখন তিনি কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন। কঙ্গনার (Kangana Ranaut)বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের একাংশ বেশ অসন্তুষ্ট ছিলেন। অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল । পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কঙ্গনাকে। এমনকি তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কৃষকরা। এবার সেই রাগের জেরেই কঙ্গনাকে সপাটে চড় মারলেন এক মহিলা জওয়ান।

 

Previous articleঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের
Next articleপ্রতিশ্রুতি মতো আবাস প্রকল্পে বঞ্চিতদের পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগী রাজ্য