মিটেছে লোকসভা নির্বাচন পর্ব। বৃহস্পতিবারই উঠে গিয়েছে আদর্শ আচারণ বিধি। এই পরিস্থিতিতে ফের রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ জুন নবান্ন সভা ঘরে এই নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। ওই দিন বিকেল ৪টেয় উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন মমতা।
দীর্ঘদিন ধরে রাজ্যে লোকসভা নির্বাচন চলার ফলে থমকে ছিল সরকারে উন্নয়নমূলক কাজ। রাজ্যের কোথায় প্রশাসনিক কাজ থমকে রয়েছে, তা পর্যালোচনা হবে ওই বৈঠকে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টিও আলোচনা উঠতে পারে বলে সূত্রের খবর। তবে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরেই নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
