অযোধ্যাবাসীকে অপমান সুনীলের, টেলিভিশনের লক্ষ্মণকে ‘গণতন্ত্র’ শেখালেন উরফি!

লোকসভা নির্বাচনে শোচনীয় অবস্থা বিজেপির (BJP)। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন তো দূরের কথা বিজেপি শাসিত রাজ্যে হারতে হয়েছে পদ্ম শিবিরকে। ধর্মকে হাতিয়ার করে অযোধ্যায় রামমন্দির (Ram Mandir)নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)অথচ ফল প্রকাশিত হতে দেখা গেল সেই ফৈজ়াবাদে কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী। এই নিয়ে দেশ জুড়ে যখন প্রবল কটাক্ষ ঠিক তখনই ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রাভিনেতা সুনীল লহরি (Sunil Lahri)অযোধ্যাবাসীকে ‘স্বার্থপর’ বলে অপমান করলেন। আর তাঁকে পাল্টা ধুয়ে দিলেন বিতর্কিত মডেল উরফি জাভেদ (Urfi Javed)। পর্দায় আইকনিক চরিত্রকে বাস্তবে গণতন্ত্রের শিক্ষা দিলেন এই নেট-প্রভাবী তারকা।

রামের নামে বিজেপির রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মন্দির তৈরি করে যে মানুষকে বোকা বানানো যায় না তা টের পেয়েছেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে খারাপ ফলের পাশাপাশি অযোধ্যায় এই ফলাফল দেখে বেশ চটেছেন অভিনেতা সুনীল। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরি একাধিক পোস্টে অযোধ্যার মানুষকে আক্রমণ করেছেন। একটি পোস্টে লিখেছেন, “বনবাসের পর এই অযোধ্যাবাসীই সীতাকে সন্দেহ করেছিল। আমরা সেটা ভুলে যাচ্ছি। যাঁরা ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করেন, তাঁদের কী বলবেন আপনারা? স্বার্থপর। ইতিহাস সাক্ষী থেকেছে যে, অযোধ্যার মানুষ সব সময়ে নিজের রাজার সঙ্গে প্রতারণা করেছেন। লজ্জা হওয়া উচিত।” এরপরই পাল্টা জবাব দিয়েছেন উরফি। সুনীলকে উদ্দেশ্য করে বিতর্কিত মডেলের জবাব, “এটাকে গণতন্ত্র বলে। স্বার্থপরতা নয়।”