Monday, August 25, 2025

পছন্দের গানের সুর গুনগুন করছেন কিন্তু কথাটা কিছুতেই মনে আসছে না। আমাদের চারপাশে কমবেশি সকলেই এরকম অবস্থার মধ্যে কখনও না কখনও পড়েন বা পড়েছেন। তখন নিজের উপর বড্ড বিরক্তি লাগে। গানের কথা জানেন অথচ সুর মনে পড়ছে না ,এইরকম ক্ষেত্রে অসুবিধা হয় না। সহজেই লিরিক্স টাইপ করে গান খুঁজে বের করে নেওয়া যায়। কিন্তু উল্টোটা হলে বড়ই সমস্যায় পড়তে হয়। এবার মুশকিল আসান করল ইউটিউব (YouTube)। এসে গেল বিশেষ এক ফিচার যা আপনার গুনগুন করতে থাকা সুর শুনে খুঁজে বের করে দেবে আসল গান!

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের নানা প্রয়োজনীয় কাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে। এবার ইউটিউব মিউজিকে এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে। প্রায় চার বছর ধরে অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল। ২০২৩ সাল থেকে তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে যায়। বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলোর ক্ষেত্রে) ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনে চিহ্নিত হয়েছে। নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে ইউটিউব মিউজিক অ্যাপের উপরের দিকের ডান দিকে যেতে হবে। সেখানে সার্চ আইকনে ক্লিক করলে মাইক্রোফোন সাইনের পাশে একটা নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে। নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে উপরের দিকে লেখা থাকবে ‘প্লে, সিঙ্গ অথবা হাম আ সং’-এর মতো কয়েকটি শব্দ। ব্যাস তারপর তো আপনার গুনগুন করে ওঠার পালা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version