রবির সকালে ঘর্মাক্ত বাঙালি, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে

ছুটির সকালে একরাশ বিরক্তি নিয়ে ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গবাসীর। প্যাচপ্যাচে গরমে ঘেমে একাকার সকলেই। রোদের তেজ সেরকম কড়া না হলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) দাপট চলবে। বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস (Weather Department) বলছে, আজ ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। শনিবার রাতেও জলপাইগুড়িতে বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই অবস্থা চলবে।দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।