Tuesday, August 26, 2025

অল্পের জন্য রক্ষা! মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমান, ভাইরাল ভিডিও

Date:

একই রানওয়েতে (Runway) দুই বিমান! হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। যদিও অল্পের জন্য দুটি বিমানই রক্ষা পেয়েছে বলে খবর। প্রাণে বেঁচেছেন কয়েকশো যাত্রী। আঁতকে ওঠা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়(Social Media) ইতিমধ্যে ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

সূত্রের খবর, শনিবার ইন্দোর থেকে আসা ইন্ডিগোর বিমানটি মাটি স্পর্শ করতেই, এয়ার ইন্ডিয়ার তিরুবন্তপুরমগামীএকটি বিমানও টেক অফ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলেই এমন বিপত্তি বলে খবর। ইতিমধ্যে ঘটনায় গাফিলতির অভিযোগে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মীকে পদচ্যুত করেছে। এদিন এয়ার ইন্ডিয়ার বিমানের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু তার আগেই রানওয়ে ছেড়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। যার জেরে একেবারে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলেছে রেহাই।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। ভিডিয়োতে দেখা যাচ্ছে একই রানওয়েতে দু’টি বিমান। দু’টির মধ্যে কয়েকশো মিটারের ফারাক। যদিও এমন কাণ্ডের পর ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইন্দোর-মুম্বাই বিমানের পাইলট এটিসি-র নির্দেশ অনুসরণ করেছেন। বিমানবন্দরের অবতরণ করার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি মুম্বইয়ের মাটি স্পর্শ করে। অন্যদিকে একই সাফাই দিয়েছে এয়ার ইন্ডিয়াও। নির্ধারিত সময়ে এভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের-এর অনুমতি পেয়েই সেটি টেক অফ করে। কিন্তু আচমকা কীভাবে ঘটল এমন ঘটনা তা জানার চেষ্টা চলছে। তবে এমন ঘটনার পর বড়সড় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা।

 

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version