Thursday, August 28, 2025

বাঘাযতীন রেলগেটে তার ছিড়ে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল!

Date:

শিয়ালদহ শাখার (Sealdah) দুর্ভোগ কিছুতেই যেন কাটছে না। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের মাঝেই রবিবার ছুটির দিনে ব্যাহত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সূত্রের খবর বাঘাযতীন রেল গেটের (Baghajatin Rail Gate) কাছে তারের ওপর রাস্তার হোর্ডিং খুলে পড়ে যাওয়ায় বিপত্তি। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণের আপ (Sealdah South Division UP line) ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের টিম পৌঁছে সেই বিলবোর্ড সরানোর পর ওভারহেডের তার মেরামত করে। পরবর্তীতে ৯টা ১৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

শিয়ালদহ শাখায় গত কয়েক দিনের ট্রেন দুর্ভোগের জেরে বিপাকে সাধারণ মানুষ। রবিবার সকালেও ছবিটা এতটুকু বদলায়নি। রাত থেকে দূরপাল্লার ট্রেন অনিয়মিত চলছে। উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় স্বাভাবিকভাবেই সঠিক সময়ে লোকাল ট্রেন পরিষেবা চলছে না। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের অভিযোগ কোনভাবেই রেলের এনকোয়ারি কাউন্টার থেকে আপডেট খবর দেওয়া হচ্ছে না এমনকি কোন ট্রেন কখন ছাড়বে সেই সম্পর্কিত কোন ঘোষণা নেই।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর দুটোর পর থেকেই স্বাভাবিক হবে পরিষেবা। যদি কাজ আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে বন্ধ পাঁচ প্ল্যাটফর্মে ট্রেন চালানোর ব্যবস্থা হবে। কিন্তু রেলের আশ্বাসে ভরসা করতে পারছেন না ভুক্তভোগী যাত্রীরা।

 

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version