ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্ক শিলিগুড়ি পুরনিগম

এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ সহ সচেতনতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ডেঙ্গু প্রতিরোধে সোমবার শিলিগুড়ি পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলাশাসক প্রীতি গোয়েল, জেলা স্বাস্থ্য অধিকর্তা তুলসী প্রামানিক সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপাররা। এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ সহ সচেতনতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।

গতবার এই সময় ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল তা থেকে অনেকটাই এবার কম। তবুও নিগম আগে থেকেই ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কাজ শুরু করতে চাইছে।। পাশাপাশি পুরোনো নিগমের কনজারভেন্সি বিভাগ ড্রেনসহ শহরে আবর্জনা পরিষ্কার করার কাজ করে চলেছে। রীতিমতো পুরো নিগমের জিএসটি টিম বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করছে এবং সচেতনতার বার্তা দিচ্ছে।

এদিন দীর্ঘ বৈঠকের পরে মেয়র গৌতম দেব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে এদিন বৈঠক হয়। ডেঙ্গু প্রতিরোধে পুরনিগম সক্রিয় ভূমিকা পালন করছে। গতবারে তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটা কম। তবে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর আসল সময়। পুরো নিগমের কর্মীরা সচেতনতা বাড়াতে কাজ করছেন।