Wednesday, November 12, 2025

“আয় তবে সহচরী”: দিল্লিতে দুই পুরনো বান্ধবী হাসিনা-সোনিয়ার উষ্ণ সাক্ষাৎ

Date:

উপলক্ষ্য দিল্লিতে ‘নড়বড়ে’ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান উপলক্ষ্যে সাক্ষাৎ হল দুই পুরনো ‘বান্ধবী’ বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina) ও কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) শপথগ্রহণ উপলক্ষ্যে ভারতে এসেছেন শেখ হাসিনা। রয়েছেন দিল্লিতে। সেখানেই সোমবার সকালে দেখা হয় দুজনের। দেখামাত্র সোনিয়াকে জড়িয়ে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁদের সেই উষ্ণ আলিঙ্গনের ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানের পরে সোমবার সকালে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী। সঙ্গে ছিলেন পুত্র-কন্যা রাহুল ও প্রিয়াঙ্কা। সোনিয়াকে দেখে আনন্দে জড়িয়ে ধরেন শেখ হাসিনা (Shekh Hasina)। এরপরে শুভেচ্ছা বিনিময় করেন প্রিয়াঙ্কা ও রাহুলের সঙ্গেও। প্রায় ঘণ্টা দেড়েক তাঁদের মধ্যে কথা হয়। খোশমেজাজে গল্প করেন ইন্দিরা ও বঙ্গবন্ধুর উত্তরসূরীরা। এই দুজনের মধ্যমেই দুই পরিবারের সুদৃঢ় বন্ধন।সোনিয়ার শাশুড়ি এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্যেই পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রায় সপরিবার খুন হওয়ার পরে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও তাঁর এক বোনের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। সেই কারণেই গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার সম্পর্ক আত্মীয়ের মতো। এখনও তা অটুট। ভারতে এলে সোনিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর। এবারও তার ব্যতিক্রম হল না। গ্নধী পরিবারের সঙ্গে দেখা করেই ঢাকা যাওয়ার বিমান ধরেন হাসিনা।





Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version