গত রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের মুখ দেখে পাকিস্তান। জেতা ম্যাচ হাতছাড়া করে তারা। তবে ম্যাচের হার মনে খুব একটা গায়ে লাগেনি পাক ক্রিকেটার আজম খানের। ভারতের ম্যাচের পরই রাস্তার ধারে ফাস্ট-ফুড খেতে দেখা গেল পাকিস্তানের ১২৫ কিলোর ক্রিকেটার। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আজম খান, প্রাক্তন ক্রিকেটার মইন খানের ছেলে। টি-২০ বিশ্বকাপে বেশ চর্চায় তিনি। যদিও খেলার জন্য নয়, তাঁর ওজন নিয়ে। ভারতের বিরুদ্ধে মাঠে নামেননি তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কে রাস্তার পাশের দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন একব্যক্তি। বেশ মজা করে খাচ্ছিলেন তিনি। পিছন থেকে মুখ ঘোরাতেই দেখে মনে হচ্ছে , তিনি আজম খান।


Aag lagi basti main, Azam apni masti mein!#Azamkhan pic.twitter.com/Bzicmny1lR
— Tahir Najar🌴 (@Goldentopaz12) June 10, 2024
বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন আজম। তবে সেই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হন তিনি। প্রথম বলে শূন্য রানে ফেরেন আজম। তাই ভারতের বিরুদ্ধে বাদ দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন- ভারতের সামনে আজ শক্তিশালী কাতার

