Sunday, January 11, 2026

বাংলায় ফিরেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ঋদ্ধি

Date:

Share post:

ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর ফের বাংলায় পাপালি। গত দু’বছর বাংলার ক্রিকেটে ছিলেন না ঋদ্ধি। বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন তিনি। তবে ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধি। খেলবেন বেঙ্গল প্রো টি-২০ লিগে। আর তার আগে জানিয়ে দিলেন সুযোগ পেলে বাংলার হয়ে রঞ্জিট্রফিও খেলতে চান।

আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলবেন ঋদ্ধি। অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান। আর সেই ম্যাচে নামার আগে বাংলার পাপালি বলেন, “ মাঝে দু’বছর ছিলাম না। আবার ফিরে এসেছি। যদি সুযোগ পাই বাংলার হয়ে ভাল খেলার চেষ্টা করব। ”এরপর ঋদ্ধি আরও বলেন, “ বাংলা ছেড়ে চলে গেলেও সব সময় চেয়েছি বাংলা ভাল খেলুক। কারণ, এখানেই আমাদের জন্ম, বড় হওয়া। আমি আর সুদীপ ত্রিপুরায় গেলেও সারাক্ষণ বাংলার ক্রিকেটের খবর রাখতাম। বাংলার সকলের সঙ্গে যোগাযোগ খুব ভাল ছিল। ওখানে চলে যাওয়ার মানে এই নয়, সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বাংলা-ত্রিপুরা খেলার সময়ও সকলের সঙ্গে দেখা হত, গল্প হত। শুধু আমরা অন্য সাজঘরে থাকতাম। বাংলা শেষ কয়েক বছর খুব ভাল খেলেছে। আশা করছি আগামী দিনে দলের সাফল্যে আমরা সাহায্য করতে পারব। তবে এখন আমার লক্ষ্য বেঙ্গল প্রো টি-২০ লিগে ভাল খেলা। এখানে সুদীপ অধিনায়ক। লক্ষ্মীদা আছে। আরও অনেকে আছে। সবাই মিলে ভাল খেলার চেষ্টা করব। প্রথম লক্ষ্য নক আউট পর্যায়ে ওঠা। তার পরে সেখান থেকে সামনের দিকে তাকাব।“

এদিকেব তাঁর বাংলায় ফিরে আসার কৃতিত্ব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির’র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এই নিয়ে ঋদ্ধি বলেন, “বাংলায় ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আমার বাংলায় ফেরার পিছনে আমার স্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সবচেয়ে বেশি।“

আরও পড়ুন- ইতি হাবাস জমানা, মোহনবাগানের নতুন কোচ মোলিনা


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...