‘সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি’, আর ভিডিয়ো বানাবেন না ঝিলম গুপ্ত!

সোশ্যাল মিডিয়ার (Social media) মানুষের কাছে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে সবার আগে যে বাঙালি মেয়েটার নাম উঠে আসে তিনি ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। মফস্বলের সাধারণ পরিবেশ থেকে বড় হয়ে ওঠা এই ইউটিউবার এত সুন্দরভাবে চারপাশের ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে তাতে অনায়াসে হাস্যরস সঞ্চার করেন, যা লক্ষ লক্ষ ভিউয়ারদের কাছে পৌঁছে যায় এক নিমেষে। কিন্তু এবার সব শেষ, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি আর না। এসব থেকে বিদায় দিলেন ঝিলম গুপ্ত (Jhilam Gupta)! রেখে গেলেন একরাশ অভিমান, কিন্তু কেন?

ফেসবুকে মন ভেঙে দেওয়া পোস্ট করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার ঝিলম। বিভিন্ন সিরিয়াল হোক বা সামাজিক কোনও বড় ইস্যু, ঝিলম গুপ্তা সবকিছুরই জন্যই নিজের স্ক্রিপ্ট তৈরি করে বিশেষ স্টাইলে সকলের কাছে পৌঁছে যেতেন। সিরিয়াস ইস্যুকে কমিক টাইমিং-এর সঙ্গে মিশিয়ে যুক্তিযুক্ত কথা যেভাবে তুলে ধরতেন তিনি তা মন জিতে নেয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। কিন্তু সেই কাজ আর করতে চাইছেন না ঝিলম। ইউটিউবার নিজেই এমনটা ঘোষণা করলেন ফেসবুকে। সোমবার দুপুর নাগাদ একটি পোস্ট করে ঝিলম লেখেন,

‘বিদায়…করোনার ঢেউ আসার একটু আগে শুরু করেছিলাম শখের বশে ভিডিয়ো দেওয়া। ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভালবাসতাম। সেই তিনটে ভালবাসা ফেটে বেরিয়ে আসতে চাইলো আমার ভিডিয়োগুলোর মাধ্যমে। শেষ তিনটে বছরে আমি ছয় লাখের বেশি মানুষকে টেনে আনতে পেরেছিলাম আমার ফেসবুক পেজটায়। লোকজন হাত উপুড় করে ভালোবাসা দিয়েছেন।’ কিন্তু এরপরই একরাশ অভিমান ধরা পড়েছে তাঁর লেখায়। ঝিলম বলছেন, আজকাল তাঁর ভিডিওতে সেরকম ভিউ হয় না আর এটাই তাঁকে হতাশাগ্রস্ত করে তুলেছে। সকলকে অনেক অনুরোধ করা সত্ত্বেও ভিডিওর রিচ বাড়ানো যাচ্ছে না। অভিমানী ইউটিউবারের অভিযোগ তিনি অনেক করে বলা সত্ত্বেও কেউ তাঁর ডাক শুনতে পাইনি। তাই আত্মসম্মান আর আত্মবিশ্বাস হারিয়ে তিনি আজ নিঃস্ব। অতএব কনটেন্ট তৈরি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঝিলম। তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে হইচই পড়ে গেছে। সেলিব্রেটিরাও ঝিলমকে হার না মানার অনুরোধ করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। নিজেকে নিঃস্ব ঘোষণা করে ঝিলম আরও লিখলেন, ‘এখন কী কাজ করবো জানিনা। ঠিক করিনি। কারণ ঠিক করার মতো মনের অবস্থা নেই। টুক টাক কিছু করে নিতে পারবো হয় তো, বা হয়তো পারবোনা। জানিনা। আর ভাবতে পারছিনা এই মুহূর্তে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি।’

যদিও তাঁর এই খবর জানাজানি হতেই যেভাবে অনুরাগীরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন, তাতে পরবর্তী পোস্ট করেছিলাম লেখেন, ‘দেখা হবে ‘ । এটাই মত বদলানোর ইঙ্গিত কিনা তা অবশ্যই স্পষ্ট নয়।

 

Previous articleউন্নয়নে গতি আনতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর 
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ