রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের উপর রাজ্যের প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা বিভিন্ন ভাবে নির্ভর করে। বিশেষত পিছিয়ে পড়া শ্রেণির জন্য চালু হওয়া ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের জন্য বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের চাহিদা দীর্ঘদিন ধরেই বাড়ছে। সেই চাহিদার ভিত্তিতেই এবার প্রসারিত করা হল যোগ্যশ্রী প্রকল্পকে। নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এবার এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতির পড়ুয়াার নয়, পাবেন সব ধরনের পড়ুয়ারাই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জানাতে গর্ব হচ্ছে যে, আমাদের “যোগ্যশ্রী” স্কিম যাতে আমরা রাজ্যের SC/ST ছাত্র-ছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, তা আমাদের SC/ST ছেলে-মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হবার পথে খুবই কাজে লাগছে। এই স্কিমে আমরা এবার সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরি ছাত্রছাত্রীকেও যুক্ত করব। রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে যেখানে আমার দুহাজার SC/ST ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।”


‘যোগ্যশ্রী’-তে ছ’মাসের কোর্স হয়। সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হয় এবং ক্লাসের সময়সীমা চার ঘণ্টা। জয়েন্ট, নিট ছাড়াও ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে। এতদিন রাজ্যে মোট ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে ২৩০০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ বিনামূল্যে দিচ্ছিল সরকার।

এই প্রকল্পের সাফল্য নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, “এই ২০২৪ সালের পরীক্ষাতেই আমাদের “যোগ্যশ্রী” ছেলেমেয়েরা JEE (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৩টি র্যাঙ্ক (১৩টি IIT র্যাঙ্ক সহ), JEE (মেইন) এ ৭৫টি র্যাঙ্ক, WBJEE-এ ৪৩২টি র্যাঙ্ক এবং NEET-এ ১১০টি র্যাঙ্ক পেয়েছে। এইসব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল আগের বছরের ফলাফলের চেয়েও অনেক ভালো।”

