Friday, December 12, 2025

নজরে শিল্প: লক্ষ্মীবারে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, আহ্বান শিল্পপতি-বণিক সভার প্রতিনিধিদের

Date:

Share post:

ভোট শেষ হতেই রাজ্যের উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার নজরে শিল্প। বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanne) সভাঘরে বিকেল ৪টে থেকে বৈঠক। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও শিল্পপতি, বণিক সভার প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছে।দীর্ঘ লোকসভা নির্বাচনের জন্য জারি ছিল আদর্শ আচারণ বিধি। ফলে অন্যান্য উন্নয়নমূলক কাজের মতো রাজ্যের শিল্প ও বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা থমকে গিয়েছে। MCC উঠে যাওয়ার পর থেকেই একের পর এক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, প্রশাসনিক বৈঠকের পরে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে সুবিধা পাওয়ার লক্ষ্যে এবার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আবার অনেক ক্ষেত্রে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের নথি ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ করছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যেহেতু বিভিন্ন দফতরে নানা সময় বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।





spot_img

Related articles

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...