Friday, August 22, 2025
লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই নতুন সেনাপ্রধান পেতে চলেছে দেশ। জেনারেল মনোজ পাণ্ডের জায়গায় নতুন সেনা প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে (Upendra Diwedi) নিয়োগ করছে কেন্দ্র। আগামী ৩০ জুন জেনারেল মনোজ পাণ্ডের কাজের মেয়াদ শেষ হচ্ছে। আর সেদিনই নতুন সেনা প্রধান দায়িত্ব নেবেন উপেন্দ্র। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনা সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে ওই পদে মাত্র চার মাস থাকার পরই দেশের চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন তিনি।
এদিকে গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সূত্রের খবর, ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন উপেন্দ্র। ৩৯ বছরের সেনা হিসাবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন। 
 
এছাড়াও হিমাচল প্রদেশে নবম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী। ২০২২ সাল থেকে তিনি নর্থান আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। তবে একদিকে তিনি যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, ঠিক তেমনই সীমান্ত নিয়ে চিনের সঙ্গে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version