Monday, August 25, 2025

বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঝুলছে ভারত-আমেরিকার ম্যাচ এবং বৃষ্টির ওপর

Date:

সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার ক্রিকেট দল। ২০১৯ সালের আগে কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নি এই দলটি। বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। এরপর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম দুই ম্যাচ পেয়েছে জয়, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে। শুধুমাত্র তাই নয়, ভারত পাকিস্তানকে টপকে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছতে পারে তারা। তবে তার জন্য আজকের ম্যাচে জয় পেতে হবে ভারতকে। কাজটা যে সহজ নয়, তা বিলক্ষণ জানেন রোহিতরা। তবে ছন্দে থাকা আমেরিকার দলটি কোনও অঘটন ঘটিয়ে দিলে কেউ অবাক হবেন না। যদি আজ আমেরিকা ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে কেমন হবে ‘এ’ গ্রুপের সমীকরণ, দেখে নিন তার এক ঝলক।

বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আজ ভারত হেরে গেলে সুপার এইটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাদের। সেক্ষেত্রে সমস্যা বাড়বে পাকিস্তানের।কারণ, ভারত এরপর আগামী ১৫ জুন খেলবে কানাডার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই ৬ পয়েন্ট নিয়ে ভারত উঠে যাবে সুপার এইটে। এমনকি সেই ম্যাচ যদি ভারত হেরেও যায়, নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত এরপরও সুপার এইটে যেতে পারে। সে ক্ষেত্রে দুই জয় নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা। কিন্তু আজ ভারত জয় পেলে সুপার এইটে পৌঁছে যাবে তারা। তবে আমেরিকা হারলেও রান রেটের দিকে না তাকিয়ে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

যা পরিস্থিতি, চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা এরই মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের আর ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। তবে আমেরিকা-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই আজ সুপার এইট নিশ্চিত করে ফেলবে। বাদ পড়ে যাবে অন্যরা।পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে পাকিস্তানের জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। তাই পাকিস্তান চাইবে আজ যেন ভারত জয় পায়।এমনকী, যুক্তরাষ্ট্র যেন আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে বা যুক্তরাষ্ট্রের কোনও ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়।

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version