Thursday, August 28, 2025

চাঁপদানিতে  প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াবেন পুলিশ কমিশনার

Date:

চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।” মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের  উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এই কোচিং সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, ইউপিএসসি, পুলিশ, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেবেন পুলিশের আধিকারিকরা।

শুধুমাত্র কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী।  পুলিশ কমিশনার জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই থাকছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, রামনবমীর সময় চাঁপদানিতে টেনশন ছিল।আমরা পুরসভার উদ্যোগে রামনবমী ও মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে ঠিক করি চাঁপদানি এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে।সবাই সম্মত হয়। চাঁপদানি মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, তাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যায় হয়।তাদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পড়াবেন। চাঁপদানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন দাস, এর আগে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ থাকা কালীন এই ধরনের উদ্যোগ নিয়ে ছিলেন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version