Wednesday, May 21, 2025

চাঁপদানিতে  প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াবেন পুলিশ কমিশনার

Date:

চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।” মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের  উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এই কোচিং সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, ইউপিএসসি, পুলিশ, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেবেন পুলিশের আধিকারিকরা।

শুধুমাত্র কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী।  পুলিশ কমিশনার জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই থাকছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, রামনবমীর সময় চাঁপদানিতে টেনশন ছিল।আমরা পুরসভার উদ্যোগে রামনবমী ও মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে ঠিক করি চাঁপদানি এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে।সবাই সম্মত হয়। চাঁপদানি মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, তাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যায় হয়।তাদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পড়াবেন। চাঁপদানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন দাস, এর আগে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ থাকা কালীন এই ধরনের উদ্যোগ নিয়ে ছিলেন।

 

Related articles

মোহনবাগানের পর দেশের জার্সিতেও সাফল্যের লক্ষ্যে শুভাশিস

পুরনো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল(Indian Football Team)। সামনে একটা প্রস্তুতি ম্যাচ...

সুপ্রিম কোর্টে জামিন অধ্যাপক মামুদাবাদের, হরিয়ানা পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের

সুপ্রিম কোর্টে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মামুদাবাদ। জামিন পেলেও বুধাবার তদন্ত চলবে বলে...

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে...

আপাতত স্থগিত বাস ধর্মঘট, স্বস্তিতে যাত্রীরা 

সরকারি তৎপরতায় আপাতত স্থগিত করা হল ৩ দিনের বাস ধর্মঘট কর্মসূচি। বুধবার, কলকাতা পুলিশ কমিশনার ও পরিবহণ সচিবের...
Exit mobile version