Sunday, November 16, 2025

রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার থেকে শুরু মনোনয়ন জমার কাজ

Date:

১০ জুলাই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন (By Election)। শুক্রবার থেকেই শুরু হবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে ২১ জুন পর্যন্ত। ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল ঘোষণা। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের উপনির্বাচনে ঘোষণা। দেশজুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে ১০ জুলাই, ফল ঘোষণা ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির (BJP) প্রতীকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস। পরে তাঁরা পদ্ম থেকে জোড়াফুলে যোগ দেন। এবার তিন জনকেই লোকসভা ভোটে প্রার্থী করে তৃণমূল। ফলে নিয়মানুযায়ী, পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাঁদের। আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে। ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় এতদিন উপনির্বাচন আটকে ছিল। আইনি জটিলতা কাটার পরে এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার তারই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। বাম-কংগ্রেস জোট থেকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে, মানিকতলায় পদ্মশিবির কাকে প্রার্থী করবে না এখন জানা যায়নি। অন্য তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপরিবর্তিত থাকতে পারেন বলেই সূত্রের খবর।





Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version