Friday, August 22, 2025

রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার থেকে শুরু মনোনয়ন জমার কাজ

Date:

১০ জুলাই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন (By Election)। শুক্রবার থেকেই শুরু হবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে ২১ জুন পর্যন্ত। ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল ঘোষণা। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের উপনির্বাচনে ঘোষণা। দেশজুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে ১০ জুলাই, ফল ঘোষণা ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির (BJP) প্রতীকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস। পরে তাঁরা পদ্ম থেকে জোড়াফুলে যোগ দেন। এবার তিন জনকেই লোকসভা ভোটে প্রার্থী করে তৃণমূল। ফলে নিয়মানুযায়ী, পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাঁদের। আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে। ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় এতদিন উপনির্বাচন আটকে ছিল। আইনি জটিলতা কাটার পরে এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার তারই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। বাম-কংগ্রেস জোট থেকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে, মানিকতলায় পদ্মশিবির কাকে প্রার্থী করবে না এখন জানা যায়নি। অন্য তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপরিবর্তিত থাকতে পারেন বলেই সূত্রের খবর।





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version