Monday, August 25, 2025

তুফানের প্রচারে গিয়ে সত্যিকারের তুফানের কবলে পড়লেন মিমি চক্রবর্তী। ঢাকা বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নামা মাত্রই দমকা হাওয়ায় রীতিমতো বেসামাল অবস্থা ‘তুফান’ তারকার। ঝড়ের দাপটে রীতিমতো পোশাক- টুপি উড়ে যাওয়ার জোগাড়। কোনও মতে নিজেকে সামলে, রীতিমতো এক ছুটে বিমানে উঠে পড়েন মিমি। সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যাওয়ার উপক্রম। কিন্তু মিমির মুখে মিষ্টি হাসি। আসলে তুফান সিনেমার প্রচারে গিয়ে তুফানের কবলে পড়াকে অত্যন্ত সদর্থক ভাবেই দেখছেন নায়িকা।

এই প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন মিমি। টিজার প্রকাশ্যে আসতেই কেউ কেউ ‘তুফান’কে তুলনা করেছেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও এই সিনেমায় রয়েছেন। বাংলাদেশে প্রচারে গিয়ে মিমি বলেন, ‘আমার ভাষা বাংলা, আমরা সবাই বাংলায় কথা বলি। আমার মনে হয় আমরা সবাই বাঙালি। তাই প্লিজ অতিথি বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন।’ প্রমোশন সেরে ফেরার পথেই তুফানের কবলে পড়তে হয় নায়িকাকে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘তুফান, থ্যাং ইউ বাংলাদেশ’।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version