Friday, August 22, 2025

টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে এখনও রান পাননি বিরাট কোহলি। বিশ্বকাপে তিন ইনিংস খেলে একটিতেও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১ ও ৪ রানের পর, আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। অথচ আইপিএলে সাতশোরও বেশি রান করে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বিরাট! ভারত সুপার এইটে জায়গা করে নিলেও, কিং কোহলির ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সমর্থকদের।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

এদিকে, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আবার মনে করছেন, ওপেন না করে বিরাটের উচিত তিন নম্বরে ব্যাট করতে নামা। কাইফের যুক্তি, ‘‘তিন নম্বরে ব্যাট করার সুবিধা হল, আপনি ডাগআউটে বসে খেলা বিশ্লেষণ করতে পারবেন। বোলার কী করতে চাইছে। পিচের চরিত্র কেমন এসব বুঝতে সুবিধা হয়। বিরাট এসব করতে দারুণ দক্ষ। তাই আমার মতে, বিরাট তিনে ব্যাট করুক। ঋষভ পন্থ নেমে আসুক পাঁচ বা ছয়ে। প্রয়োজনে পন্থকে দিয়েও ওপেন করানো যেতে পারে।’’

আরও পড়ুন- আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

 

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version