Monday, August 25, 2025

তুফানের প্রচারে গিয়ে সত্যিকারের তুফানের কবলে পড়লেন মিমি চক্রবর্তী। ঢাকা বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নামা মাত্রই দমকা হাওয়ায় রীতিমতো বেসামাল অবস্থা ‘তুফান’ তারকার। ঝড়ের দাপটে রীতিমতো পোশাক- টুপি উড়ে যাওয়ার জোগাড়। কোনও মতে নিজেকে সামলে, রীতিমতো এক ছুটে বিমানে উঠে পড়েন মিমি। সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যাওয়ার উপক্রম। কিন্তু মিমির মুখে মিষ্টি হাসি। আসলে তুফান সিনেমার প্রচারে গিয়ে তুফানের কবলে পড়াকে অত্যন্ত সদর্থক ভাবেই দেখছেন নায়িকা।

এই প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন মিমি। টিজার প্রকাশ্যে আসতেই কেউ কেউ ‘তুফান’কে তুলনা করেছেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও এই সিনেমায় রয়েছেন। বাংলাদেশে প্রচারে গিয়ে মিমি বলেন, ‘আমার ভাষা বাংলা, আমরা সবাই বাংলায় কথা বলি। আমার মনে হয় আমরা সবাই বাঙালি। তাই প্লিজ অতিথি বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন।’ প্রমোশন সেরে ফেরার পথেই তুফানের কবলে পড়তে হয় নায়িকাকে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘তুফান, থ্যাং ইউ বাংলাদেশ’।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version