Thursday, January 22, 2026

বিকেলের পরেই কলকাতায় বৃষ্টি! উত্তরের পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস আলিপুরের 

Date:

Share post:

ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে কবে? এখন এটাই রাজ্যবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন। একদিকে, উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টি চলছে, তখন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গলদঘর্ম অবস্থা। এর মধ্যেই কলকাতা(Kolkata)-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টি (Rain) চলবে উত্তরে। পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবারের পর থেকেই কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

তবে এদিন পশ্চিমের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ১৫ তারিখের পর আপাতত রাজ্যে কোথাও তাপপ্রবাহ নেই। তবে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে ৩০.১ ডিগ্রি। তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আকাশে মেঘের আনাগোনা বাড়বে বিকেলের পর থেকেই। তৈরি হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি। তার আগে পর্যন্ত গরমে নাজেহাল হতে হবে কলকাতাবাসীকে।
তবে এদিন উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে শনিবার বিকেল পর্যন্ত। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি শনিবার বিকেল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে।
এদিকে শুক্রবার ১৪ জুন দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টি চলাকালীন সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দেবে বলে জানা গিয়েছে। বৃষ্টি কিছুটা বড়বে শনিবার ও রবিবার অর্থাৎ ১৫ এবং ১৬ জুন। দক্ষিণবঙ্গের সব জেলায় কিছুটা বেশি এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার।

spot_img

Related articles

কাশ্মীরে খাদে সেনার গাড়ি, নিহত ১০, আহত ১০

জম্মু ও কাশ্মীরের ডোডায়(J&K's Dodand) গাড়ি খাদে পড়ে নিহত ১০ সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত প্রায় ১০...

সময় বেঁধে সরস্বতীপুজো-শুক্রবারের নমাজ: ভোজশালায় শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ শীর্ষ আদালতের

একই দিনে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতীপুজো (Sarsawti Pujo) এবং জুম্মাবারের নমাজ। মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা-কামাল মৌলা মসজিদ চত্বরে ধর্মীয়...

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কড়া পদক্ষেপের পথে রেল

ট্রেনে পাথর ছোড়া গুরুতর ফৌজদারি অপরাধ (criminal offense)। সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তার কড়া মাশুল দিতে হবে।...

বেঙ্গালুরুতে প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধা ইস্টবেঙ্গলের, শোকবার্তা ফেডারেশনের

প্রয়াত ইস্টবেঙ্গলের(East Bengal) প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা( Ilyas Pasha)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রয়াত প্রখ্যাত ডিফেন্ডার ইলিয়াস...