Wednesday, May 7, 2025

NEET মামলায় সিবিআই তদন্ত নিয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিট ২০২৪-এ (NEET 2024) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়েছে এদিন তার শুনানি হয়। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সময়ই এই নিয়ে মতামত জানতে কেন্দ্র এবং সিবিআই-কেও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি নাথ এবং বিচারপতি আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে NEET আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) থেকে জবাব চেয়েছিল। এই প্রসঙ্গে গ্রেস মার্কসের বিষয়টিও উঠে আসে।এনটিএয়ের তরফে দাবি করা হয়, দেশজুড়ে ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়। পরে সেই ছাত্র ছাত্রীদের পুনর্মূল্যায়ন কথাও বলা হয়। নিট পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে সাতটি আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি হয় শুক্রবার। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার অবসরকালীন বেঞ্চ শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর একটি আবেদনের প্রেক্ষিতে মামলার ব্যক্তিগত পক্ষগুলিকেও নোটিশ জারি করেছে। এনটিএ-এর আবেদনে, মামলার বহুবিধতা এড়ানোর জন্য নিট ইউজি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলিকে শীর্ষ আদালতে স্থানান্তর করার অনুরোধ করা হয়েছে।অবকাশকালীন বেঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)এর কাছেও নোটিশ পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। আদালত বলেছে,এই মামলায় সুপ্রিম কোর্টে নথিভুক্ত সবকটি পিটিশন ৮ জুলাই শুনানির জন্য গ্রহণ করা হবে। ঐ দিনই শীর্ষ আদালত গ্রীষ্মের ছুটির পরে কাজ শুরু করবে।

 

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...