বিরাটের পাশে দাঁড়ালেন দলের সতীর্থ, বললেন খুব তাড়াতাড়ি রানে ফিরবেন তিনি

এদিন তিনি বলেন, “ আমি কোহলি সম্পর্কে বলার কে?

চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।  টিম ইন্ডিয়া সুপার এইটে পৌঁছে গেলেও, এখনও পর্যন্ত রান পাননি বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রান করলেও এখনও দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। যা চিন্তায় রাখছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যদিও এই নিয়ে ভাবছেন না দলের সতীর্থ শিবম দুবে।

এদিন তিনি বলেন, “ আমি কোহলি সম্পর্কে বলার কে? তিনটি ম্যাচে রান পায়নি ঠিকই, পরবর্তী তিনটি ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করবে কোহলি। আমরা সবাই কোহলির খেলার ধরন জানি। ও কী করতে পারে, সেটাও আমাদের জানা।”

বিরাটের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করও। এই নিয়ে তিনি বলেন, “ দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

আরও পড়ুন- ৬৮’তেও জমিয়ে জামাইষষ্ঠী পালন অরুণ লালের

 


 

Previous article২২ জুলাই লোকসভার সম্ভাব্য বাদল অধিবেশন, পেশ হবে বাজেট
Next articleরাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে? তথ্য চাইল হাইকোর্ট