নয়ডা থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় ২৩ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে। এখনও পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত অনেকে। পুলিশ (Police), SDRF এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি জানান, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।“
উত্তরাখণ্ডে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, এদিন সকালে গাজ়িয়াবাদ থেকে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান বলে অনুমান। গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার নীচে অলকানন্দা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।