Thursday, August 21, 2025

নয়ডা থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় ২৩ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে। এখনও পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত অনেকে। পুলিশ (Police), SDRF এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি জানান, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গাড়ওয়ালের আইজি করণ সিং নাগনিয়াল জানান, “রুদ্রপ্রয়াগ (Rudraprayag) পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে রুদ্রপ্রয়াগের দিকে আসছিল। সেটা ১৫০-২০০ মিটার গভীর আলকনন্দা নদীর খাদে পড়ে। ঘটনাস্থল থেকেই ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। চালক গুরুতর আহত। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন উদ্ধার চালাচ্ছে।”

ঘটনায় শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।“

উত্তরাখণ্ডে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, এদিন সকালে গাজ়িয়াবাদ থেকে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান বলে অনুমান। গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার নীচে অলকানন্দা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।




Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version