Friday, August 22, 2025

কামারকুণ্ডু স্টেশনে আরপিএফের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান রেলের হকার রাকেশ ঘোষাল। এই ঘটনায় কেন্দ্র সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও অভিযুক্ত আরপিএফ কর্মীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করল দেশ বাঁচাও গণমঞ্চ। বিজেপির দ্রব্যমূল্যের জমানায় হকারি করে পরিবার চালানো এক ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা কোনও অমানুষই ঘটনাতে পারে, দাবি গণমঞ্চের সদস্যদের। এই ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি হকারদের উপর রেলের অত্যাচারের প্রতিবাদ করে পাঁচ দফা দাবি পেশ করা হয়।

বুধবার, ১১ জুন কিছু আরপিএফ কর্মী কামারকুণ্ডু স্টেশনে রাকেশ ঘোষাল নামে হকারকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। তাঁদের প্রশ্ন, রেল সুরক্ষার নামে যদি মানুষ খুন রেলের আইনে বৈধ হয়, তাহলে এটা কি মধ্য যুগ। রাজতন্ত্র চলছে দেশে? সেই সঙ্গে এই ঘটনা রেলের বেসরকারিকরণের দিকেই যে ইঙ্গিত করছে তাও স্পষ্ট করে দেন তাঁরা। তাঁদের যুক্তি, রেল হকারদের উপর এই অত্যাচার আসলেই রেল বেসরকারিকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। রেল হকার উচ্ছেদ না হলে বহুজাতিক কর্পোরেটদের ক্যাটারিং সার্ভিস সহ অন্যান্য সামগ্রী বিক্রি ভারতীয় রেলে চালু করা অসম্ভব।

নিহত হকারের পরিবারের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষ বিচারের মধ্যে দিয়ে অভিযুক্ত আরপিএফ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সঙ্গে পরিবারকে নূন্যতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। দাবি জানানো হয় রেল হকারদের ওপর NDA সরকারের রেল মন্ত্রকের আরপিএফের অত্যাচার বন্ধ করতে হবে। এর পাশাপাশি রেল হকারদের পুরোনো দাবিগুলিকেও তুলে ধরেন গণমঞ্চের সদস্যরা, যার মধ্যে রয়েছে, বিনা পুনর্বাসনে কোনো হকারের দোকান উচ্ছেদ করা যাবে না। রেলের হকারদের আইনি স্বীকৃতি দেওয়া ও রেল বেসরকারিকরণের প্রতিবাদও জানান তাঁরা।

Related articles

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...
Exit mobile version