ম্যাচ বাতিলের পর কানাডার ড্রেসিংরুমে দ্রাবিড়, মন কাড়ল নেটিজেনদের

আইসিসি যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দ্রাবিড় বলেন, “ এই প্রতিযোগিতায় তোমাদের অবদান অস্বীকার করা যাবে না।

গতকাল ভিজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায় টি-২০ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচ ভারত-কানাডা। আম্পায়াররা অনেকবার মাঠ পরিদর্শন করলেও শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ক্রিকেটাররা একে অপের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান। তবে এই ম্যাচ বাতিল হওয়ার পর এক অন্য ছবি দেখা যায়। ম্যাচ বাতিল হওয়ার পর কানাডার ড্রেসিংরুমে গেলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। যেই ছবি পোস্ট করেছে আইসিসি। যা মন কেড়েছে নেটিজেনদের।

আইসিসি যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দ্রাবিড় বলেন, “ এই প্রতিযোগিতায় তোমাদের অবদান অস্বীকার করা যাবে না। আমরা সকলে জানি খেলার জন্য কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোমাদের। এটা সহজ নয়। অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্টে তোমরা যেভাবে খেলেছ, তার জন্য তোমাদের সাধুবাদ জানাই। ক্রিকেটের জন্য তোমরা যেভাবে নিজেদের উৎসর্গ করেছ, বহু বাধাবিপত্তি পেরিয়ে আজ এখানে এসেছ, তার জন্য তোমাদের অভিনন্দন জানাই। আমি শুধু বলতে চাই, তোমরা এভাবেই এগিয়ে যাও। ক্রিকেটবিশ্বের জন্য সেটা খুব ভালো বিষয় হবে।“

এরপর নিজের ক্রিকেট কেরিয়ারের কথা তুলে ধরেন দ্রাবিড়। তিনি বলেন, “ আমি স্কটল্যান্ডের হয়ে ২০০৩ সালে খেলেছি। আমি জানি অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য ক্রিকেট খেলা কতটা পরিশ্রমের। তোমরা সকলের কাছে অনুপ্রেরণা। টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে তোমাদের।“

আরও পড়ুন- কয়েকদিনের মধ্যেই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা বিসিসিআইয়ের: সূত্র