Thursday, November 13, 2025

রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের

Date:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। আগাম সতর্ক করলেন গম্ভীরকে।

খেলোয়াড়দের ছুটি থাকলেও কোচকে ব্যাকরুমের কাজটা করে যেতে হয় ছুটির দিনেও। বিশেষ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের ক্ষেত্রে তো বটেই। আর এটাই রোহিত শর্মাদের সম্ভাব্য ভাবী হেডস্যর গৌতম গম্ভীরকে মনে করিয়ে দিয়ে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ভারতীয় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর একেবারেই ভাল ছিল না। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই হয়তো কুম্বলে জানিয়ে দিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর দায়িত্বটা একটু আলাদা। গম্ভীর দায়িত্ব নিলে তাঁকে সময় দিতে হবে।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই দৌড়ে এগিয়ে। এর আগে ভারতকে কোচিং করানো কুম্বলে বলেছেন, ‘‘গৌতম যদি ভারতীয় দলকে কোচিংয়ের দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। ও যথেষ্ট যোগ্য। আমরা গৌতমকে বিভিন্ন টিম সামলাতে দেখেছি। ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিল। কিন্তু জাতীয় দলকে কোচিং কিছুটা আলাদা। তাই গৌতম যদি দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। আমি বলতে চাইছি, ও যদি কোচের দায়িত্বে আসে, তাহলে শুধু এখনকার দল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভাকেও খুঁজে বের করার চেষ্টা করতে হবে।’’

কোচ দ্রাবিড়ের প্রশংসা করে কুম্বলে বলেছেন, ‘‘রাহুল দুর্দান্ত কাজ করেছেন। আশা করি, ওর এবং ভারতের জন্য এবারের টি-২০ বিশ্বকাপ স্মরণীয় হতে চলেছে।’’

আরও পড়ুন- আজ ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের, প্রতিপক্ষ সার্বিয়া

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version