মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দুরন্ত জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স

মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দুরন্ত জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স। রবিবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৬ উইকেটে পরাজিত করল শ্রাচি রাঢ় টাইগার্স। বলা যেতে পারে তাদের দুরন্ত পারফরমেন্সের ফলে খড়কুটোর মতো উড়ে গেল সার্ভটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।

শ্রাচি রাঢ় টাইগার্সের সুজাতা দে ৩২ বলে ৩৬ রান করেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি তাকে যোগ্য সঙ্গত দেন মামণি রায়। তিনি ২৫ বলে ৩২ রান করেন। রূপাল তিওয়ারি (২-১৮), চন্দ্রিমা বিশ্বাস (১-১৩) পারফরমেন্স ছিল নজরকাড়া। এদিন প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে। প্রিয়াঙ্কা বালা ৪২ রান করেন এবং শমাইতা অধিকারী ৩৭ রান করেন। টার্গেট খুব বড় না হলেও প্রথম থেকেই সিরিয়াস ব্যাটিং সহজেই জয় এনে দেয় শ্রাচি রাঢ় টাইগার্সকে। স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে, ১৯.২ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করে জযের লক্ষ্যে পৌঁছে যায়। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে দুটি উইকেট নেন চন্দ্রিমা ঘোষাল।

 

Previous articleকাশ্মীরের অনুকরণে জম্মুতে সন্ত্রাস দমন! নির্দেশে দিশাহীন অমিত শাহ
Next articleরাজ্যপাল বোসের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’, তদন্তে দিল্লি পুলিশ