Saturday, January 10, 2026

অমিত শাহর নিরাপত্তা বৈঠকের দিন মনিপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

Date:

Share post:

একদিকে মনিপুরে শান্তি ফেরাতে সেনার ভরসায় অমিত শাহ। একই দিনে পরিষেবা না পেয়ে জাতীয় সড়ক অবরোধের পথে মনিপুরের কুকি জনজাতি গোষ্ঠী। মনিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র সরকারের পন্থা আদৌ কতটা উপযুক্ত, সোমবারের দুটি ছবি যেন স্পষ্ট করে দিল। শান্তি ফেরাতে মনিপুরে অস্ত্র নয়, আলোচনা হওয়া দরকার বলে সওয়াল করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপির ‘সুহৃদ’ ভাগবতের কথাও অমান্য করে আদতে ফের নিজেদের স্বৈরাচারিতার ছবিই তুলে ধরছে বিজেপি।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনিপুরের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রবিবারই তিনি দেখা করেছিলেন মনিপুরের রাজ্যপালের সঙ্গে। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মনিপুরের ডিজিপি রাজীব সিং, প্রাক্তন সিআরপিএফ প্রধান তথা মনিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং প্রমুখ।

অন্যদিকে সোমবারই মনিপুরের রাজধানী ইম্ফলের সঙ্গে অসমের সংযোগকারী প্রধান পথ অবরোধ করে কুকি জনজাতি গোষ্ঠী। ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে জীবনদায়ী ওষুধের গাড়ি আটকে পড়ে। কুকি গোষ্ঠীর অভিযোগ ছিল, মেইতি গোষ্ঠী নির্মাণকাজের সামগ্রী নিয়ে আসা ট্রাক পুড়িয়ে দেয়। সেই নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল হিংসা বিধ্বস্ত চূঁড়াচাঁদপুরে একটি সেতু তৈরির জন্য। কিন্তু উন্নয়নের কাজ আটকে থাকার জন্য প্রতিবাদে সামিল হয় কুকিরা।

যেখানে উন্নয়নে বাধা পেয়ে এখনও প্রতিবাদে সামিল হতে হচ্ছে মনিপুরের মানুষকে, সেখানে নিরাপত্তা নিয়ে বৈঠকে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মনিপুরের মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এরপরেও মনিপুরে শান্তি ফেরাতে দমননীতিই ভরসা কেন্দ্রের বিজেপি সরকারের।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...