দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন বৈষ্ণব, মোদির রেলমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধীদের

একের পর এক ট্রেন দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা নেই বললেই চলে। কোথায় অ্যান্টি কলিশন ডিভাইস? অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করা হয়েছিল যাতে ড্রাইভার ঘুমিয়ে পড়লেও অ্যালার্ম বাজবে। এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে এলে অ্যালার্ম বাজবে। সেসব কোথায়? দুর্ঘটনার পর রেলমন্ত্রী এলেন ঘটনাস্থল পরিদর্শন করলেন। অশ্বিনী বৈষ্ণব জানালেন, “উদ্ধারকাজই প্রথম লক্ষ্য।”

তিনি জানান, আপাতত উদ্ধারকাজ চলছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি দাঁড়িয়েছিল, পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। মৃত্যু হয় ১৫ জনের।

একইসঙ্গে আর্থিক সাহায্যে অংক বাড়িয়ে আপাতত দায় সেরেছেন বৈষ্ণব। জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর জখমদের ২.৫ লাখ এবং যারা সামান্য জখম হয়েছেন তাদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেলযাত্রার সুরক্ষায় মোদি সরকারের অতীতের রেকর্ড নিয়ে এদিনও তুলোধনা করলেন বিরোধীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাটি কেন্দ্রের গাফিলতিকে দায়ী করছে বিরোধী দলের নেতারা।

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে বিরাট-অর্শদীপরা, ভাইরাল ভিডিও

Â