Tuesday, August 26, 2025

অবশেষে জল্পনার অবসান। তিনি যে ইস্টবেঙ্গলে আসছেন তা জানাই ছিল। তবে এদিন পরল তার শিলমোহড় । তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। ডেভিডকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল এফসি হেডকোচ কার্লোস কুয়াদ্রাত।

গতমরশুমে ডুরান্ড কাপে, আইলিগে দুরন্ত ফুটবল খেলেন ডেভিড। নজর কাড়ে তাঁর পারফরম্যান্স। ডেভিডের খেলা মনে ধরে কুয়াদ্রাতের। তখনই জানিয়েছিলেন নতুন মরশুমে আই লিগ খেলা এই তরুণ স্ট্রাইকারকে দলে নেবেন তিনি। ডেভিডের যোগদানে উচ্ছ্বসিত কুয়াদ্রাত। তিনি বলেন, “ ডেভিড অন্যতম ভারতীয় রিক্রুট যাকে আমরা অনেকদিন ধরেই সই করানোর জন্য চেষ্টা করছিলাম। ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডই। ওর গোল করার ক্ষমতা আমার দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হয়ে যায় ডেভিড। ওর মতো একজন মুক্তোকে আমি দলে স্বাগত জানাচ্ছি।“

এদিকে লাল-হলুদে সই করে ডেভিড বলেন, “ ইস্টবেঙ্গলের মতো ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্বে। আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ে পছন্দ করি। ইতিমধ্যেই আমি মহেশ, নন্দকুমার ও লালছুংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। ওরা খুবই ভালো। সবসময়ে মোটিভেট করে। ইস্টবেঙ্গল জার্সিতে আমি নিজের সেরাটা দিতে চাই।“

২০২৩ সালে সাদা-কালো ক্লাবে সই করেন ডেভিড। ডুরান্ড কাপে ছটি গোল করেন তিনি। গোল্ডেন বুটও পান ডেভিড। কলকাতা লিগে ২১টি গোল করে মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি। আই লিগে পাঁচটি গোল ও দুটো অ্যাসিস্ট করেন ডেভিড। আর ডেভিডের যোগদানে যে শক্তিবাড়াল ইস্টবেঙ্গল , তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- আজ ইউরো কাপের অভিযান শুরু পর্তুগালের, সামনে চেক


Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version