Thursday, August 21, 2025

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তরে ফুটেছে ঘাসফুল। কোচবিহারে বিজেপির গতবারের সাংসদ নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জয়ী করেছেন সেখানকার মানুষ। ফলপ্রকাশের পর সোমবার কোচবিহারবাসীকে ধন্যবাদ জানাতে এবং মা-মাটি-মানুষের নামে পুজো দিতে সেখানে পৌঁছে যান তৃণমূলের (TMC) সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বেলা সাড়ে ১১টায় মদনমোহন মন্দিরে পুজো দেবেন। এছাড়া একটি বৈঠকও করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই সকাল থেকে সেখানে উদ্ধার কাজ তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ অকুস্থলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান না পাওয়ায় বিকেলে যান মমতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখে সেখান থেকে সোজা চলে যান কোচবিহারে (Cochbehar)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। উত্তরবঙ্গে একটাই আসন পেয়েছি আমরা। সারা বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য, মঙ্গলবার সাড়ে ১১টায় মা-মাটি-মানুষের নামে পুজো দিতে এসেছি। আর একটা ছোট মিটিং আছে। আর কোনও উদ্দেশ্য নেই।” আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় মিটিং করবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপির (BJP) কেন্দ্রীয় দল কোচবিহারে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এসব শুনে কান পচে গেল। আগে দুর্ঘটনা সামলাক কেন্দ্র।” দলনেত্রীর সফর ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version