মেট্রোর সময়সীমা বাড়লেও শেষ ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম। একই সঙ্গে সময় মতো ট্রেন চলাচল করতে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শেষ মেট্রোর (Metro) সময় পরিবর্তন করল কর্তৃপক্ষ। রাত ১১টার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। সোমবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।