টি-২০ বিশ্বকাপের পর ঠাসা সূচি ভারতের, রয়েছে ইডেনে ম্যাচ, কোন ম্যাচ পেল ক্রিকেটের নন্দনকানন ?

এদিন বিসিসিআই আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করেছে।

টি-২০ বিশ্বকাপের পর ঠাসা সূচি ভারতের। টিম ইন্ডিয়ার সঙ্গে সিরিজ রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে খেলতে আসবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সেও।

এদিন বিসিসিআই আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা। আর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ ম্যাচের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর থেকে। ১৬ অক্টোবর থেকে সিরিজ শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২২ জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজ।

আরও পড়ুন- আরও একবছর লাল-হলুদে ক্লেটন