Monday, May 19, 2025

বন্ধ ঘরের বাইরে থেকেই ঠাকুমা-বড়মাকে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন তৃণমূল প্রার্থী মধুপর্ণার

Date:

Share post:

বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। প্রয়াত ঠাকুমা বীণাপাণি দেবীকে শ্রদ্ধা জানিয়েই মনোনয়ন (Nomination) দেন মধুপর্ণা। ঠাকুমার ঘর তালা বন্ধ থাকায় বাইরে থেকেই প্রণাম করেন।

মতুয়া বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা থাকতেন। মাস কয়েক আগে একদিন রাতে আচমকা দলবল নিয়ে বড়মার ঘরের তালা ভেঙে দখল নেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বাড়ি থেকে বার করে দেওয়া হয় মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়েকে।

বনগাঁয় দলীয় কার্যালয় থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিস পর্যন্ত যান মধুপর্ণা। প্রার্থীর সঙ্গে তাঁর মা মমতাবালা ঠাকুর। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, বাগদার দুই ব্লক সভাপতি পরিতোষ সাহা ও অঘোর হালদার সহ অন্যান্যরা। মনোনয়ন জমা দিয়ে মধুপর্ণা বলেন, ‘বাগদা কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দেবেন।’ নারায়ণ গোস্বামী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণাকে প্রার্থী করেছেন। আমরা প্রার্থীকে সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি যাব। আমরা আশাবাদী, বাগদার মানুষ এবার মধুপর্ণাকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন।’

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...