Sunday, May 4, 2025

কাঁটাতার পেরিয়ে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা! যুবকের পরিণতি জানেন

Date:

হাওড়া ব্রিজের (Howrah Bridge) রেলিং টপকে গঙ্গায় (Ganga) ঝাঁপ দেওয়ার চেষ্টা! তবে শেষমেশ পুলিশের (Police) চেষ্টায় প্রাণে বাঁচল যুবক। পুলিশ সূত্রে খবর, শনিবার আচমকা কেন ওই যুবক নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন তা এখনও জানা যায়নি। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিন ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ (Instrument) করলেও কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে মুখে কুলুপ ওই যুবকের। কিন্তু কী কারণে সে এমন সিদ্ধান্ত নিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন। সেকারণে রেলিং ধরে ঝুলতে ঝুলতেও নিজেকে বাঁচানোর জন্য একবারও চেষ্টা করেননি যুবক। ইতিমধ্যে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যদিকে, এক দমকল কর্মীর কথায় এদিন পুলিশ ফোনে জানায়, এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করতে হবে। বিষয়টি কানে আসা মাত্রই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

তবে হাওড়া ব্রিজ থেকে নদীতে যাতে কেউ ঝাঁপ দিতে না পারেন, সেকারণে আগেভাগেই লোহার রেলিংয়ের উপর কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু এদিন সবকিছুকে অগ্রাহ্য করেই একেবারে নদীতে ঝাঁপ মারতে সেই কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে যায় ওই যুবক। এরপরই বিষয়টি পুলিশের ঞ্জ্রে আসে। পুলিশ সূত্রে খবর, এদিন ব্রিজের ৬ নম্বর স্তম্ভের কাছে এক যুবক আচমকাই কাঁটাতার পেরিয়ে রেলিং ধরে ঝুলতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝতেই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নদীতে ঝাঁপ দেওয়ার আগেই জড়িয়ে ধরেন বলে অভিযোগ। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে মেলে রেহাই। তবে এদিন পুলিশ আটকে দিলেও তাঁদের হাত ছাড়ানোর বহু চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই পুলিশ ওই যুবককে রেলিং থেকে তোলার চেষ্টা করলেও রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। যদিও পরে ঘটনাস্থলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় যুবককে নিরাপদ স্থানে ফিরিয়ে আনে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি আয়ত্তে আসে। রেলিংয়ের এ প্রান্তে আনা সম্ভব হয়।

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version