Wednesday, November 12, 2025

কাঁটাতার পেরিয়ে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা! যুবকের পরিণতি জানেন

Date:

হাওড়া ব্রিজের (Howrah Bridge) রেলিং টপকে গঙ্গায় (Ganga) ঝাঁপ দেওয়ার চেষ্টা! তবে শেষমেশ পুলিশের (Police) চেষ্টায় প্রাণে বাঁচল যুবক। পুলিশ সূত্রে খবর, শনিবার আচমকা কেন ওই যুবক নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন তা এখনও জানা যায়নি। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিন ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ (Instrument) করলেও কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে মুখে কুলুপ ওই যুবকের। কিন্তু কী কারণে সে এমন সিদ্ধান্ত নিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন। সেকারণে রেলিং ধরে ঝুলতে ঝুলতেও নিজেকে বাঁচানোর জন্য একবারও চেষ্টা করেননি যুবক। ইতিমধ্যে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যদিকে, এক দমকল কর্মীর কথায় এদিন পুলিশ ফোনে জানায়, এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করতে হবে। বিষয়টি কানে আসা মাত্রই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

তবে হাওড়া ব্রিজ থেকে নদীতে যাতে কেউ ঝাঁপ দিতে না পারেন, সেকারণে আগেভাগেই লোহার রেলিংয়ের উপর কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু এদিন সবকিছুকে অগ্রাহ্য করেই একেবারে নদীতে ঝাঁপ মারতে সেই কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে যায় ওই যুবক। এরপরই বিষয়টি পুলিশের ঞ্জ্রে আসে। পুলিশ সূত্রে খবর, এদিন ব্রিজের ৬ নম্বর স্তম্ভের কাছে এক যুবক আচমকাই কাঁটাতার পেরিয়ে রেলিং ধরে ঝুলতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝতেই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নদীতে ঝাঁপ দেওয়ার আগেই জড়িয়ে ধরেন বলে অভিযোগ। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে মেলে রেহাই। তবে এদিন পুলিশ আটকে দিলেও তাঁদের হাত ছাড়ানোর বহু চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই পুলিশ ওই যুবককে রেলিং থেকে তোলার চেষ্টা করলেও রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। যদিও পরে ঘটনাস্থলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় যুবককে নিরাপদ স্থানে ফিরিয়ে আনে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি আয়ত্তে আসে। রেলিংয়ের এ প্রান্তে আনা সম্ভব হয়।

Related articles

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...
Exit mobile version