Tuesday, August 12, 2025

চা বাগানের দখলদারি নিয়ে অশান্তির জের! চোপড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ২০

Date:

Share post:

চা বাগানের (Tea Garden) দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম অশান্তি! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া (Chapora)। অভিযোগ, শনিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালির অশান্তিতে ছররা গুলি চলে। দুপক্ষের অশান্তির জেরে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ২০ শ্রমিক। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে খবর। তবে পুলিশ সুপার সাফ জানিয়েছে, গুলি চলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। এলাকার পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা লতিফুর রহমান বলেন, এখানে ডানকানসের চা বাগান ছিল। সংস্থা যখন বাগান ছেড়ে চলে গেল তখন শ্রমিকেরাই চা বাগান চালিয়ে যাচ্ছিলেন। এখন শ্রমিকদের মধ্যে বিভাজন হয়েছে। তার জেরেই এই গোলমাল। ঘটনার জেরে কয়েক জন আহত হয়েছেন বলে খবর। তবে, গুলি চলার কোনও খবর আমি পাইনি। ইট, পাথর ছোড়াছুড়ি হয়েছে।

সমস্যার শুরু অনেকদিন আগে থেকেই। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালিতেই ‘ডানকানস’ গ্রুপের একটি চা-বাগান ছিল। সংস্থাটি চা-বাগান ছেড়ে চলে যায় কমপক্ষে বছর দশেক আগে। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় এতদিন পড়েছিল চা-বাগানটি। কিন্তু ডানকানস গ্রুপ চা বাগানের অধিকার ছেড়ে চলে গেলেও চা শ্রমিকদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা। শনিবার তা ভয়ঙ্কর আকার ধারণ করে। এদিন সকাল থেকেই জমি দখলকে কেন্দ্র করে চড়তে থাকে উত্তেজনার পারদ। এরপর আচমকাই জমি মাফিয়ারা পাখিমারা বন্দুক থেকে ছররা গুলি চালায় বলে অভিযোগ।

ইসলামপুর পুলিশ জেলার সুপার জানান, একটি চা-বাগানের জমি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে অশান্তির সূত্রপাত। গোলমালের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে সবাইকে সরিয়ে দেয়। আমরা তদন্ত শুরু করছি। আইন মোতাবেক সমস্ত তদন্ত চলবে। তবে গুলি চলার কোনও প্রমাণ বা তথ্য আমরা ঘটনাস্থল থেকে পাইনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

spot_img

Related articles

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...