Monday, August 25, 2025

বিধানসভার স্পিকারকে উপেক্ষা করে রাজ্যপালের চিঠি অসম্মানজনক, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

রাজ্যের দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে অত্যন্ত নিয়ে ঘৃণ্য এবং নিন্দনীয় কাজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথের অনুমতি চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিলেও তার উত্তর না দিয়ে বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজভবনে শপথ নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বোসের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার স্পিকারের চিঠি উপেক্ষা করে নবনির্বাচিত বিধায়কদের এভাবে ডেকে পাঠানো নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যপালের ভূমিকা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। ওই পদে বসে এই ভূমিকা কাম্য নয়। মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অসম্মান করেছেন রাজ্যপাল বোস।

শনিবার রাজভবনের তরফে দুই নবনির্বাচিত বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ডেকে পাঠান রাজ্যপাল বোস। নয়া বিধায়ক বিধানসভায় স্পিকারের কাছে শপথ নেবেন, এটাই রীতি। কিন্তু রাজ্যপাল সেই রীতি ভেঙে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন। চিঠির বয়ানেরও তীব্র নিন্দা করেছে তৃণমূলের পরিষদীয় দল। মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, চিঠিতে লেখা রয়েছে রাজ্যপাল নন, রাজভবন মনোনীত কেউ নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন। এটাকে আমরা অসম্মানজনক বলে মনে করছি। এটা রীতি নয়। তাছাড়া শপথ নিয়ে স্পিকারের চিঠির কোনও উত্তর না দিয়ে রাজ্যপাল নিজে বিধায়কদের চিঠি লিখলেন কেন, সেই প্রশ্নও থাকছে। আমরা বিষয়টা নিয়ে দলীয় স্তরে আলোচনা করছি। মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়া হবে। তারপরই ঠিক হবে, ২৬ তারিখের অনুষ্ঠানে যাওয়া হবে কি না।

আরও পড়ুন- ইউজিসি নেট-এর পর এবার স্থগিত NEET-PG! কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version