কোচবিহারে ফের বিজেপিতে ভাঙন! বীরভূমেও হাতছাড়া হওয়ার পথে পঞ্চায়েত

লোকসভা নির্বাচনে গোটা বাংলা জুড়ে ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। এবার বিজেপির অনেক রথী মহারথীদের হারতে হয়েছে। লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যের প্রতিটি প্রান্তে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচবিহারে। নিশীথ প্রামাণিক হারার পর থেকেই এবার একের পর পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত। কোচবিহারে ইতিমধ্যেই বেশ কয়েকটি পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। একই অবস্থা বীরভূমেও। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূমে তৃণমূলের সংগঠনে কোনও ফাটল নেই। বরং লোকসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক লেগেছে কেষ্ট গড়ে।

এবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহারের বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ৪ জন পঞ্চায়েত সদস্য।দিনহাটা ২৫ নং মন্ডলের বিজেপির দু’জন সাধারণ সম্পাদক, একাধিক বুথ সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

অন্যদিকে, বীরভূমের দুই জন সদস্যের পর আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন করিধ্যা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা, বুথ সভাপতি সহ প্রায় দেড়শো জন বিজেপি কর্মী। বিজেপি শাসিত এই পঞ্চায়েতে এখন তৃণমূল সদস্যের সংখ্যা হয়ে দাঁড়ালো ১১। অন্যদিকে বিজেপির ৬। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত এই পঞ্চায়েতে তৃণমূল নতুন বোর্ড গঠন করবে।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল লাভজনক সংস্থা তারাতলার সুপ্রাচীন ব্রিটানিয়া কারখানা!