বন্ধ হয়ে গেল লাভজনক সংস্থা তারাতলার সুপ্রাচীন ব্রিটানিয়া কারখানা!

মে মাসের শুরু থেকেই উৎপাদন বন্ধ ছিল। এবার বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা (Britania Factory)। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন কয়েকশো কর্মী। স্থায়ী কর্মীরা কিছুটা ক্ষতিপূর্ণ পেলেও অস্থায়ী শ্রমিকদের খালি হাতে রেখেই ঝাঁপ বন্ধ করল ব্রিটানিয়া।

জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার ম্যানেজমেন্ট বৈঠক ডেকেছে। তারপরই বোঝা যাবে কর্তৃপক্ষ আদৌ আর কারখানা খুলবে, নাকি তা চিরতরে বন্ধই হয়ে গেল। অস্থায়ী কর্মীদের সঙ্গেও বৈঠকে বসবে কারখানা কর্তৃপক্ষ। তখন বোঝা যাবে অস্থায়ী কর্মীদের ভবিষ্যত কী হবে।

৯৯ ছরের লিজ নিয়ে বন্দরের জমির উপরে গড়ে উঠেছিল ব্রিটানিয়ার কারখানা (Britania Factory) জমি সংক্রান্ত কোনও জটিলতা নাকি অন্য কোনও কারণে কারখানা বন্ধ হয়ে গেল তা এখনও স্পষ্ট নয়।

শ্রমিকদের, ব্রিটানিয়া একটি লাভজনক সংস্থা। তাদের প্রতিটি প্রোডাক্ট এখনও বাজারে সেরা। তারাতলার এই কারখানায় অনেক ভালো উৎপাদন হয়। লাভও প্রচুর হয়। তার পরেও কেন যে কারখানা বন্ধ হয়ে গেল তা বোঝা যাচ্ছে না। আগামিকাল আস্থায়ী কর্মীদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বসার কথা রয়েছে। স্থায়ী কর্মীদের টাকা দিয়ে ভিআরএস দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজ্যপালের ডাকে রাজভবনে যাবেন না সায়ন্তিকা! বাড়ল শপথ জটিলতা