Wednesday, August 13, 2025

সকলের মত নিয়ে সরকার পরিচালনার অঙ্গীকার! অধিবেশন শুরুর আগে মোদিকে সংবিধান রক্ষার পাঠ বিরোধীদের

Date:

সোমবার থেকেই শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আর শুরুর দিনেই বিরোধীদের লাগাতার চাপে রীতিমতো ব্যাকফুটে মোদি সরকার (Modi Govt)। এদিন সকালে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই যেন বিজেপির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা, তেমনি সরকারের লাগাতার প্রশংসায় পঞ্চমুখ মোদি। এদিন মোদি মনে করিয়ে দেন, তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব তিন গুণ বেড়ে গিয়েছে। তবে এদিন মোদি বলেন, সকলের মত নিয়ে সরকার পরিচালনার কথা। কিন্তু মোদি সরকারের গাজোয়ারিতে সেটা রীতিমতো অসম্ভব বলেই মত রাজনৈতিক মহলের। তবে প্রথম দিনেই মোদির ভাষণে স্পষ্ট ঘরে ও বাইরে ঠিক কতখানি চাপে বিজেপি। এদিন অধিবেশনের প্রথম দিন সংসদের বাইরেই ১৪ মিনিট ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। যা এক প্রকার বেনজির। এমনটা আগে হয়নি।

তবে এদিনের ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করে মোদি বলেন, ৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।

 

তবে মোদি মুখে যাই বলুন কাজে তা যে বাস্তবায়নের পথ যে খুব মসৃন হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। এদিন অধিবেশন শুরুর আগে থেকেই সংসদের বাইরে সংবিধান হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। মোদি সরকারের সংবিধান ভঙ্গের অভিযোগের পাশাপাশি একাধিক ইস্যুতে সরব বিরোধীরা।


Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version