Friday, December 19, 2025

কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ঝেঁপে বৃষ্টি! সোমেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

বৃষ্টি (Rain) হলেও জারি রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি! কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকলেও তেমনভাবে বৃষ্টির দেখা মিলছিল না। তবে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather Office)। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে সোমবার দিনভর আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এদিন উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দিনাজপুরে । তবে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই ঢুকে পড়েছে। তবু এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে।

মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। ৪-৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...