Tuesday, May 13, 2025

রাজ্যের পর রাজ্যসভাতেও বিজেপি-বিরোধী আসনে BJD

Date:

Share post:

দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশাতে বিধানসভাতেও ভোট হয়। সেখানে এবার পালাবদল। বিজেপির হাত হাত ছেড়ে একা লড়ে জিততে পারেনি নবীন পট্টনায়কের (Navin Pattanayek) বিজেডি। সরকার গড়েছে বিজেপি। রাজ্যসভাতেও তাই আপাতত একা চলার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়কের দল। বিরোধী আসনে বসছে BJD। অতীতে এনডিএকে জোটে না থেকেও মোদি সরকারের বহু সিদ্ধান্তে সংসদে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে বিজু জনতা দল। কিন্তু এবার সেই সমীকরণে পথে হাঁটছে না তারা।২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট- INDIA-তে যোগ দেওয়ার জল্পনা দেখা দিয়েছিল BJD-র। কিন্তু শেষ পর্যন্ত জোটে যাননি নবীন। আবার ওড়িশায় বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেননি। ফলে বিজেডির দীর্ঘ শাসনকালে ইতি টেনে কলিঙ্গ-রাজ্যে ফুটেছে পদ্ম। রাজনৈতিক সমীকরণেও এসেছে পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নবীন পট্টনায়েকর (Navin Pattanayek) সুসম্পর্ক থাকলেও বিজেডির হাইভোল্টেজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওড়িশার স্বার্থে রাজ্যসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকায় পালন করবে দল। রাজ্যসভার ৯ সাংসদকে এই নির্দেশ দিয়েছেন নবীন।

বিজেডি পক্ষ থেকে জানানো হয়েছে, “রাজ্যসভায় নবীন পট্টনায়কের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী বিরোধী হিসেবে থাকব। ওড়িশার মানুষ দেখবে কীভাবে বিজেডি প্রতিটি ইস্যুতে তাদের আওয়াজ তুলবে। বিজেডি সাংসদরা এবার শুধু বিষয় নিয়ে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না. একইসঙ্গে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার ওড়িশার স্বার্থকে উপেক্ষা করলে তাঁরা আন্দোলনের রাস্তাতেও হাঁটতে বদ্ধপরিকর।“





spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...