বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নাম প্রস্তাব জোটের পক্ষ থেকে

মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। সেখানেই বিরোধী দলনেতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়

লোকসভার বিরোধী দলনেতা হিসাবে বিরোধী জোটের পক্ষ থেকে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হল। বিরোধী জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণের পরই ঘোষণা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে।

লোকসভা নির্বাচনের পরই জোটের বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। মঙ্গলবারই সাংসদ হিসাবে শপথ নেন রাহুল। সব সাংসদদের শপথগ্রহণের পরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। সেখানেই বিরোধী দলনেতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়।

প্রোটেম স্পীকার ভর্তৃহরি মহতাবের কাছে প্রস্তাব পাঠিয়েছেন কংগ্রেস সংসদীয় নেতা সোনিয়া গান্ধী।

Previous articleরামমন্দিরে জল পড়ছে বিদ্যুতের তার চুঁইয়ে, সাফাই ট্রাস্ট প্রধানের!
Next articleরাজ্যের চার বিধানসভার উপনির্বাচনে মোতায়েন ৫৫ কোম্পানি বাহিনী, বুধেই শুরু রুট মার্চ