সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাল দ্য ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং দ্য ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম)। এই গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড আয়োজনে আইইএম-ইউইএম-এর সহযোগিতায় ছিল দ্য রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি এবং যুক্তরাষ্ট্রের স্মার্ট সোসাইটি। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনইউএস)-এ আয়োজিত এই অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক, সিইও, সিটিও এবং সমাজসেবা কর্মীদের হাতে তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয়।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্টরা নিজেদের সাফল্যের কাহিনী তুলে ধরেন, যা আইইএম – ইউইএম-গ্রুপের পড়ুয়াদের ভবিষ্যৎ কর্মজীবন বেছে নেওয়ার ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে। আইইএম-ইউইএম-গ্রুপের ডিরেক্টর, অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী এই অনুষ্ঠান শেষে বিশিষ্টদের শ্রেষ্ঠত্ব উদযাপন এবং পড়ুয়াদের ভবিষ্যতের পথ প্রদর্শনের অনুপ্রেরণা যোগানোর গুরুত্বের ওপর জোর দেন।
