নেট-নিট দুর্নীতির বিরুদ্ধে বালুরঘাটে প্রতিবাদ! কুশপুতুল পুড়ল সুকান্তর

নেট ও নিট (NET NIT) দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফাঁস প্রশ্নপত্র। এবার তারই প্রতিবাদে আন্দোলন আছড়ে পড়ল বালুরঘাটে। খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়েই আন্দোলন।

আজ, মঙ্গলবার বালুরঘাটে এই ইস্যুতে (NET NIT) তীব্র আন্দোলনে সামিল হয় রাজ্য তৃণমূল শিক্ষা সেল। এদিন বালুরঘাট মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। এরপর বিজেপি জেলা কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে আদালতের সামনেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।

আন্দোলনকারীরা এরপর বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এরপর আন্দোলনকারীরা জেলা প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ সভায় যোগদান করেন। বালুরঘাটের এদিনের অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজারের বেশি তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যোগদান করেন।

আরও পড়ুন: রাজভবনেই আসতে হবে! শপথ নিয়ে এবার সায়ন্তিকাদের লম্বা চিঠি রাজ্যপালের