Sunday, August 24, 2025

যেখানে কেউ কখনও পা রাখেনি, এবার সেখানেই পৌঁছে গেল বাংলার নয় পর্বতারোহী। জটিল অবস্থানের জন্য যে পর্বতের ছবি তোলাই কার্যত কঠিন, যে কারণে অনলাইন সার্চে খুব সহজে পাওয়া যায় না এই পর্বতকে, সেখানেই পৌঁছে গেল বাঙালি পর্বতারোহীর দল। নেতৃত্বে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার ও প্রখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

হিমাচল হিমালয়ের অত্যন্ত দুর্গম গুপ্ত পর্বত জয় করতে জুনের ৩ তারিখ রওনা হন সোনারপুর আরোহীর অভিযাত্রীরা। প্রথমে শিখর বে ও পরে গুপ্ত পর্বত আরোহনের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ তুষার ধস নামায় শিখর বে আরোহনের পরিকল্পনা বাতিল করতে হয় তাঁদের। কোনওক্রমে প্রাণে বাঁচেন পর্বতারোহীরা। কিন্তু তাতেও গুপ্ত পর্বতের দিকে এগিয়ে যাওয়ায় একচুলও মনোবলে আঘাত পড়েনি তাঁদের।

৬১৫৯ মিটার উঁচু গুপ্ত পর্বত অভিযানে যে নয় সদস্যের দল রওনা দেয় তাঁদের মধ্যে একজন মহিলা পর্বতারোহীও ছিলেন। ৫২৮৫ মিটার পর্যন্ত ওঠার পরে তিনদিন বেস ক্যাম্পেই অপেক্ষা করতে হয় তাঁদের। কারণ, প্রবল তুষারপাতে আর এগোনোই সম্ভব ছিল না। শেষে আট ঘণ্টা পর্বতারোহনের পরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তাঁরা।

এর আগে দুদিক দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ের নজির রয়েছে সোনারপুর আরোহীর। তবে অনেক সাফল্যকে পিছনে ফেলে দেবে মঙ্গলবারের সাফল্য। এমন একটি শিখরে তাঁরা পা রেখেছেন যা এতদিন মানুষের স্পর্শ পায়নি। তবে সব সদস্য সুস্থভাবে সেখানে পৌঁছানো ও নেমে আসায় এই খারাপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংগঠনের সদস্যরা।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version