মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে মাতৃভাষায় লোকসভায় শপথ নিলেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, সংসদে শপথ নেন তৃণমূল সাংসদরা। এদিন শপথগ্রহণে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, দীপক অধিকারী ওরফে দেব ও হাজি নুরুল ইসলাম ছাড়া সবাই উপস্থিত ছিলেন। মেয়ে সোনাক্ষীর বিয়েতে ব্যস্ত থাকায় আসতে পারেননি তিনি। এদিন, সবাই প্রায় মাতৃভাষায় শপথ নেন। শেষে জয় বাংলা স্লোগানও দেন অভিষেকরা।
তৃণমূল সাংসদরা যখন সিঁড়িতে দাঁড়িয়ে তখন ঢুকতে দেখা যায় কংগ্রেস (Congress) রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। দু’তরফেই সৌজন্য বিনিময় হয়। সোমবার তৃণমূলের কোনও সাংসদই শপথ নেননি। এনডিএ সরকারের নিট-নেট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। সঙ্গে ছিলেন ইন্ডিয়ার জোট শরিকরাও। শপথপর্ব শেষে অধিবেশনের শুরুতেই মোদি সরকারকে চেপে ধরবে তৃণমূল।